আওয়ার টাইমস নিউজ।
জাতিসংঘসহ কাউকেই পাত্তা দিচ্ছে না দ’খ’ল’দা’র ই’হু’দী ই’স’রা’ইল। ফিলিস্তিনের গাজায় বর্বর হত্যাযজ্ঞ চালিয়েই যাচ্ছে নি’কৃষ্ট এ ই’হুদী জাতি।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাস হওয়া অবিলম্বে যুদ্ধবিরতির আহবানকে বৃদ্ধুাঙ্গুলি দেখিয়ে গাজাজুড়ে হামলা অব্যাহত রেখেছে ইস’রাইলি বাহিনী। যুদ্ধবিরতির আহবান কাগজে-কলমেই রয়েছে, আর বাস্তবে গাজা উপত্যকায় রীতিমতো হত্যাযজ্ঞে মেতে উঠেছে ই’সরাইলি হায়েনারা।
যুদ্ধবিরতির প্রস্তাব পাস হওয়ার পর ইসরাইলের হামলায় গত ২৪ ঘণ্টায় ৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৩ জন। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। এর আগের ২৪ ঘন্টায় ৮১ জন নিহতের খবর জানিয়েছিলো গাজা কর্তৃপক্ষ। সব মিলিয়ে গেল ৭ অক্টোবরের পর ই’সরায়েলের হামলায় গাজায় নিহত হয়েছেন ৩২ হাজার ৪১৪ জন। আহত হয়েছেন ৭৪ হাজার ৭৮৭ জন।