
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: হঠাৎ করে দ’খলদা’র ই’সরায়েলের সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান পদত্যাগ করেছেন। গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলা ঠেকানোর ব্যর্থতার দায়ভার মেনে নিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (২৩ এপ্রিল) ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
ই’সরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ৭ অক্টোবরের ঘটনার দায়ভার মাথায় নিয়ে মেজর জেনারেল আহারন হালিভা তাকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করেছেন।
তিনি চিফ অব জেনারেল স্টাফের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ইসরাইলের সামরিক কতৃপক্ষ।