
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্যমতে, ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন অন্তত ২১১ জন সাংবাদিক।
আল জাজিরার বরাতে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন জানিয়েছে, সোমবার (৭ এপ্রিল) ভোরে একটি গণমাধ্যম তাঁবুতে চালানো ভয়াবহ হামলায় গুরুতর দগ্ধ হয়ে প্রাণ হারান সাংবাদিক আহমেদ মনসুর। তিনি এই যুদ্ধে নিহত ২১১তম গণমাধ্যমকর্মী।
গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন, আরব সাংবাদিক ফেডারেশনসহ বিশ্বের সব গণমাধ্যম সংস্থাকে আহ্বান জানিয়েছে— ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ধারাবাহিক এই সহিংসতা ও পরিকল্পিত হামলার নিন্দা জানাতে।
এদিকে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, সোমবার রাতভর ইসরাইলি বাহিনীর অভিযানে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুদের সংখ্যাও রয়েছে।
স্থানীয় সূত্র বলছে, একই রাতে পশ্চিম তীরজুড়ে অভিযান চালিয়ে বহু ফিলিস্তিনিকে ঘরছাড়া ও আটক করেছে দখলদার বাহিনী।
চলমান এই সহিংসতা ও সাংবাদিক নিধনের ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।