
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসরাইলি হামলা থেমে নেই। ট্রাম্পের শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপের মধ্যেও বৃহস্পতিবার ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী একজন কিশোরও রয়েছে।
বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী দেইর এল-বালাহ শহরে দুটি বাড়িতে বোমা হামলা চালায়। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, ছয়জন নিহতের মধ্যে একজন হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডের সিনিয়র কমান্ডার মুহাম্মদ আল-হাওলি ছিলেন।
গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক ইব্রাহিম আল-খালিলি জানিয়েছেন, কাসেম ব্রিগেডের আরও একজন সিনিয়র কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া রাফাহ শহরের পশ্চিমে আল-আলম চৌরাস্তা ও গাজা সিটির দক্ষিণ-পশ্চিমে আল-নাবলুসি জংশনের কাছে হামলায় আরও একজন নিহত হয়েছে। নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় আরও দুইজন প্রাণ হারিয়েছেন।
হামাস আল-হাওলির বাড়িতে হামলাকে ‘ঘৃণ্য অপরাধ’ বলে নিন্দা জানিয়েছে। তারা এই হামলাকে অক্টোবরের যুদ্ধবিরতির প্রতি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবজ্ঞার প্রকাশ হিসেবে উল্লেখ করেছে। তবে কাসেম ব্রিগেডের কমান্ডারের মৃত্যুর বিষয়টি তারা এখনও নিশ্চিত করেনি।
সূত্র: বিবিসি




























