
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি নাগরিকদের মানবপাচারের জন্য নেপালকে নতুন ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে একটি সংঘবদ্ধ চক্র। উন্নত জীবন ও ইউরোপ–উত্তর আমেরিকায় যাওয়ার আশ্বাস দিয়ে ভিজিট ভিসায় নেপালে নেওয়ার পর ভুক্তভোগীদের আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠে এসেছে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, পাচারকারীদের প্রধান লক্ষ্য তরুণরা। নেপালে পৌঁছানোর পর তাদের পাসপোর্ট ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং চলাচল সীমিত করে রাখা হয়। পরে ভয়ভীতি দেখিয়ে পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়।
পাচার চক্রটি আকাশ ও স্থল দুই পথেই সক্রিয়। ঢাকা থেকে নেপাল হয়ে ইউরোপ, উত্তর আমেরিকা ও অন্যান্য দেশে নেওয়ার বিভিন্ন রুট ব্যবহার করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে একাধিক বাংলাদেশি এই চক্রের শিকার হওয়ার তথ্য পাওয়া গেছে।
মানবপাচার রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত জোরদার করেছে। ইতোমধ্যে কয়েকজন সন্দেহভাজন দালালকে গ্রেপ্তার করা হয়েছে এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে চক্রটি ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে দালালচক্রের ফাঁদে না পড়তে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।





























