
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: ভূরাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে টানা ঊর্ধ্বগতির পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে অবশেষে কিছুটা পতন দেখা গেছে। আগের সেশনে ইতিহাসের নতুন উচ্চতায় পৌঁছানোর পর বিনিয়োগকারীদের একটি অংশ মুনাফা তুলে নেওয়ায় দাম কমতে শুরু করে।
মঙ্গলবার স্পট বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে দাঁড়ায় প্রায় ৪ হাজার ৫৯০ ডলারের ঘরে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ফিউচার্স বাজারেও দরপতন লক্ষ্য করা যায়। বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় ধরে দাম বাড়ার পর স্বাভাবিক বাজারগত সমন্বয়ের কারণেই এই পতন।
এর আগে বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন অঞ্চলে সংঘাতের আশঙ্কা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ফলে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে যায়। তবে অতিমাত্রায় দাম বেড়ে যাওয়ার পর বিনিয়োগকারীদের একাংশ লাভ নিশ্চিত করতে বিক্রিতে যাওয়ায় বাজারে চাপ তৈরি হয়।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, সামনের দিনগুলোতে বৈশ্বিক পরিস্থিতি, সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত এবং ডলার সূচকের গতিপথের ওপর স্বর্ণের দামের ওঠানামা নির্ভর করবে। যদিও স্বল্পমেয়াদে দাম কিছুটা কমলেও দীর্ঘমেয়াদে স্বর্ণ এখনও নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে।




























