
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতের সংসদে আর শুধু নৃত্যগীত বা স্তুতিবাক্য থাকবে না। তিনি বলেন, আমরা এমন একটি সংসদ চাই যেখানে মানুষের উন্নয়ন, গণতান্ত্রিক অধিকার ও সাধারণ মানুষের কথা প্রতিফলিত হবে। কোনো রকম সন্ত্রাসীদের জন্য স্থান থাকবে না।
মঙ্গলবার কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা পালাকাটা মাছঘাট স্টেশনে মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আরও উল্লেখ করেন, আগামীর সংসদে আইন প্রণয়ন কার্যকর হবে এবং দেশের সমৃদ্ধি ও উন্নয়নে ভূমিকা রাখবে।
তিনি বলেন, সংসদে সুষ্ঠ বিরোধিতা ও মানুষের জন্য কার্যকর সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করা হবে, যাতে গণতন্ত্রের ভিত্তি দৃঢ় হয়।
সভায় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, জেলা সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী, উপজেলা সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল কাঁকন এবং চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আহমদসহ অন্যান্য মহিলা নেত্রীবৃন্দ।




























