
স্পেশাল নিউজ করেসপন্ডেন্ট: হুসাইন আল আজাদ।
আওয়ার টাইমস নিউজ।
স্বাধীনতার ৫০ বছরে দেশে আলেম সমাজের অবদানের কোনো স্বীকৃতি রাষ্ট্র দেয়নি বলে মন্তব্য করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ। তিনি বলেন, দেশের জন্য আলেমরা যুগে যুগে অবদান রেখেছেন, কিন্তু সেই ত্যাগ-তিতিক্ষার যথাযথ মূল্যায়ন আজও দেখতে পাওয়া যায় না।
রোববার রাজধানীর চীন–মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ইমাম-খতিব ও আলেমদের উপস্থিতিতে তিনি বলেন, “রাষ্ট্রকে পরিবর্তন করতে আলেম সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমাজ সংস্কার, নৈতিকতা ফিরিয়ে আনা এবং সঠিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আলেমদের অবদান অপরিসীম। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে সেই অবদানকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি রয়েছে।”
তিনি আরও বলেন, “রাষ্ট্রকে সহায়তা করতে আলেম সমাজ প্রস্তুত। তবে সেই সহযোগিতা বাস্তবে রূপ দিতে হলে উপযুক্ত রাষ্ট্রীয় পরিবেশ তৈরি করতে হবে। ইমাম-খতিবদের মর্যাদা, সামাজিক নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”
সম্মেলনে অংশগ্রহণকারী আলেমরা জানান, দেশের মসজিদ, মাদ্রাসা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে আলেমদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতির নৈতিক ও ধর্মীয় দিকনির্দেশনায় তারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তবুও রাষ্ট্রীয়ভাবে তাদের অবদানকে মূল্যায়নের উদ্যোগ খুবই সীমিত।
সম্মেলনে দেশের ধর্মীয় অধিকার সংরক্ষণ, ইমাম-খতিবদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা, সম্মানজনক ভাতা এবং মসজিদ পরিচালনার আধুনিক নীতিমালা প্রণয়নের দাবিও তুলে ধরা হয়।



























