আওয়ার টাইমস নিউজ।
ইসলামি জীবন ডেস্ক: আজ শুক্রবার পবিত্র জুমার দিন, পবিত্র এই দিনে সূরা কাহাফ তিলাওয়াতের বিশেষ ফজিলত রয়েছে।
হাদীস শরীফে বর্ণিত হয়েছে পবিত্র জুমার দিনে “যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম দশ আয়াত তিলাওয়াত করবে সে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত থাকবে।
(সহীহ মুসলিম : ৮০৯)
”যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহফ পাঠ করবে, তার ঈমানের নূর এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত বিচ্ছুরিত হতে থাকবে।
(বায়হাকি, সুনানে সুগরা, হাদিস : ৬০৩ )
“যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে যেমনভাবে নাজিল করা হয়েছে, তাহলে সেটা তার জন্য নূর হবে তার স্থান থেকে মক্কা পর্যন্ত এবং যে সূরার শেষ দশ আয়াত পড়বে সে দাজ্জালের গণ্ডির বাইরে থাকবে এবং দাজ্জাল তার ওপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না।
([সুনানে নাসাঈ: ১০৭২২ )
”যে ব্যক্তি সূরা কাহাফ যেমনভাবে নাজিল হয়েছে সেভাবে পড়বে, তার জন্য কেয়ামতের দিন সেটা নূর হবে।
(শোয়াবুল ঈমান: ২২২১ )
“তোমাদের মধ্যে যে ব্যক্তি দাজ্জালকে পাবে, সে যেন সূরা কাহাফের শুরুর অংশ পড়ে।
(মুসলিম, হাদিস নং)