
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অপরিহার্য সংস্কার শেষ করেই যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেছেন, “এটা আইন মন্ত্রণালয়ের বিষয় নয়। আমরা খুব অপরিহার্য কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব।”
মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে, যখন তাকে ‘অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে এবং নির্বাচন কবে হবে’ এই বিষয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি এ মন্তব্য করেন।
‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত’ শীর্ষক এই সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বিগত ১০০ দিনে আইন মন্ত্রণালয়ের কাজের বিবরণ দেন।
তিনি আরও উল্লেখ করেন, “অন্তর্বর্তী সরকারের চার বছরের মেয়াদ নিয়ে কোনো কথা বলা হয়নি। আমরা শুধু চাই, আগের মতো কোনো ভুয়া নির্বাচন যেন না হয় এবং কোনো দল যেন নির্বাচনে জিতে ভুয়া নির্বাচন করার সুযোগ না পায়। আমাদের আর কোনো স্বার্থ নেই।”
তিনি আরো বলেন, “অন্তর্বর্তী সরকারের অধিকাংশ সদস্যই যত তাড়াতাড়ি সম্ভব তাদের নিজ নিজ পেশায় ফিরে যাওয়ার জন্য আগ্রহী।