
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্কঃ সিলেট টেস্টের দ্বিতীয় দিনে লড়াইয়ে ফিরল বাংলাদেশ। সফরকারী জিম্বাবুয়েকে অলআউট করে দেয় ২৭৩ রানে। ফলে প্রথম ইনিংসে তারা এগিয়ে মাত্র ৮২ রানে।
দিনের শুরুতে ৬৭/০ থেকে খেলা শুরু করে জিম্বাবুয়ে। কিন্তু, নাহিদ রানার দারুণ বোলিংয়ে খুলে যায় তাদের প্রথম জুটি। এরপর দ্রুত আরও কিছু উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। ওপেনার বেনেট ৫৭ রান করলেও থামতে হয় তাকে। অন্যদিকে, শিন উইলিয়ামস করেন দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান।
বাংলাদেশের হয়ে স্পিন জাদুতে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন ধসিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। ৫২ রানে তুলে নেন ৫টি উইকেট। পাশে ছিলেন নাহিদ রানা, যিনি নেন ৩ উইকেট। বাকি দুটি উইকেট ভাগ করে নেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ (১ম ইনিংস): ১৯১/১০
জিম্বাবুয়ে (১ম ইনিংস): ২৭৩/১০
লিড: জিম্বাবুয়ে এগিয়ে ৮২ রানে
#BANvZIM #TestCricket #MehidyMiraz #BangladeshCricket #SportsUpdate