
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: সিলেট টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে পিছিয়ে থাকলেও মিরাজের স্পিন জাদু আর মুমিনুল-জয়ের নান্দনিক ব্যাটিংয়ে দিন শেষে হাসিমুখ টাইগার শিবিরে।
জিম্বাবুয়েকে ২৭৩ রানে থামিয়ে দেয় বাংলাদেশ, যেখানে মেহেদী হাসান মিরাজ একাই নেন ৫ উইকেট। প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ছিল ১৯১, ফলে সফরকারীরা ৮২ রানের লিড পায়।
জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুর ধাক্কা সামলে নেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। প্রথমে ৪ রানে ফেরেন সাদমান, এরপর জয় একটি জীবন পেয়ে সেট হয়ে যান। দুই ব্যাটার মিলে দিন শেষ করেন ৫৭/১ স্কোরে। জয় ২৮ এবং মুমিনুল অপরাজিত থাকেন ১৫ রানে।
এর আগে জিম্বাবুয়ের ইনিংসে আলো ছড়ান শন উইলিয়ামস (৫৯), এনগারাভা (২৮*) ও মায়াভো (৩৫)। বাংলাদেশের পক্ষে নাহিদ রানা ৩টি এবং খালেদ-হাসান একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ (১ম ইনিংস): ১৯১/১০
জিম্বাবুয়ে (১ম ইনিংস): ২৭৩/১০
বাংলাদেশ (২য় ইনিংস): ১৩ ওভারে ৫৭/১
বাংলাদেশ এখনো পিছিয়ে আছে ২৫ রানে, তবে তৃতীয় দিনের লড়াই জমে উঠবে তা বলাই যায়।