
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি জানিয়েছেন, সাম্প্রতিক ঘটনার পর ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ ছাড়া আর কোনো পথ খোলা নেই। তাঁর মতে, ইসরায়েলের ধারাবাহিক আক্রমণ মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি করছে।
রোববার দেওয়া এক বার্তায় তিনি জানান, লেবাননের হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার হাইসম আলী তাবাতাবাই ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তু হয়ে প্রাণ হারিয়েছেন। লারিজানির ভাষায়, “এ ধরনের হামলা স্পষ্টভাবে যুদ্ধ উসকে দিচ্ছে।”
লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, বৈরুতের দক্ষিণাঞ্চল হারেত হরেইক এলাকায় একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় তাবাতাবাইসহ আরও কয়েকজন নিহত হন।
যদিও ২০২৪ সালের নভেম্বর থেকে দুই দেশের মধ্যে অস্ত্রবিরতি বহাল রয়েছে, লেবানন সরকারের তথ্য বলছে, এ সময়ের মধ্যে ইসরায়েল অন্তত ৫ হাজার ৩৫০ বার সীমান্ত লঙ্ঘন বা হামলা চালিয়েছে। এর মধ্যে,
১৬৯টি সমুদ্রপথে
২,১৮৯টি স্থলপথে
২,৯৮৩টি আকাশপথে
এই হামলাগুলোতে এখন পর্যন্ত ৩৩১ জন নিহত এবং ৯৪৫ জন আহত হয়েছেন। ক্রমবর্ধমান উত্তেজনায় আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ বাড়ছে।



























