
আওয়ার টাইমস নিউজ।
বিশেষ প্রতিবেদন: হুসাইন আলী আজাদ
বাঁচতে চান বাবুনগরী (রহ.)–এর বিশ্বস্ত সঙ্গী, দেশবাসীর কাছে দোয়া ও সহায়তার আকুতি।
কারাগারের অন্ধকার কক্ষ, রিমান্ডে চালানো অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন-এই নির্মম বাস্তবতাই হয়ে ওঠে মাওলানা ইন‘আমুল হাসান ফারুকীর জীবনের সবচেয়ে ভয়াবহ অধ্যায়। গ্রেফতারের পর ধারাবাহিক নির্যাতনের ভয়াবহ ধকলেই তাঁর শরীরে ধীরে ধীরে বাসা বাঁধে মরণব্যাধি ক্যান্সার। সেখান থেকেই শুরু হয় মৃত্যুর দিকে এক নীরব যাত্রা।
মাওলানা ইন‘আমুল হাসান ফারুকী ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)–এর বিশ্বস্ত খাদেম, খলিফা ও ছায়াসঙ্গী। বাবুনগরী (রহ.)–এর ঘনিষ্ঠ সান্নিধ্যের কারণেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাঁকে কারাবরণ করতে হয়। রিমান্ডে চালানো হয় নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন। অবস্থা আশঙ্কাজনক হলে শেষ পর্যন্ত তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়। তখনই চিকিৎসকরা জানান-দীর্ঘ বিশ্রাম ও উন্নত চিকিৎসা ছাড়া তাঁর সুস্থতা প্রায় অসম্ভব।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এখানেই শেষ নয়। বিশ্রামের সুযোগ পাওয়ার আগেই তাঁর শরীরে ধরা পড়ে ক্যান্সার। দেশে চিকিৎসা ব্যর্থ হলে তাঁকে ভারতে নেওয়া হয়। সেখানে টানা পাঁচ মাস চিকিৎসার পর চিকিৎসকরা জানান—আরও উন্নত ও ব্যয়বহুল চিকিৎসা জরুরি।
বাংলাদেশ ও ভারতে কেমোথেরাপি ও ইমিউনোথেরাপিসহ চিকিৎসা বাবদ ইতোমধ্যে প্রায় অর্ধ কোটি টাকা এবং মামলার পেছনে আরও ৩৬ লাখ টাকা ব্যয় হয়েছে। বর্তমানে তিনি চীনের গুয়াংজুতে চিকিৎসাধীন। সেখানে লুর্বিনেক্টেডিন কেমোথেরাপি, এমবোলাইজেশন ও টার্গেটেড থেরাপিতে ইতোমধ্যে ৪ লক্ষের বেশি চীনা ইউয়ান (বাংলাদেশি প্রায় ৮০ লাখ টাকা) ব্যয় করা হয়েছে, যার ফলে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল।
তবে চরম দুঃখজনক বাস্তবতা হলো-অর্থাভাবে গত দেড় মাস ধরে তাঁর চিকিৎসা কার্যত বন্ধ। প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা মাঝপথে থেমে যাওয়ায় দিন দিন তাঁর শরীর আবার দুর্বল হয়ে পড়ছে। শারীরিক যন্ত্রণার সঙ্গে যোগ হয়েছে অর্থকষ্ট ও অনিশ্চিত ভবিষ্যতের গভীর মানসিক চাপ।
তবুও আশা ছাড়েননি এই মাজলুম আলেম। মাওলানা ইন‘আমুল হাসান ফারুকী বলেন, “আল্লাহ যদি চান এবং মানুষের সহায়তা পাই, তবে আমি আবার চিকিৎসা শুরু করে জীবন বাঁচানোর শেষ চেষ্টা করতে চাই।”
মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে লজ্জা ও সংকোচ ভুলে তিনি দেশবাসীর কাছে দোয়া ও আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। সন্তান ও পরিবারের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত এই আলেম আজ কেবল আল্লাহর রহমত ও মানবিক মানুষের সহযোগিতার অপেক্ষায়।
দেশের সর্বস্তরের মানুষের প্রতি বিনীত আবেদন
আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)–এর এই বিশ্বস্ত সঙ্গীর জন্য দোয়া করুন। যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিন। হয়তো আপনার একটি সহানুভূতিপূর্ণ সহযোগিতাই হতে পারে তাঁর নতুন করে বাঁচার শেষ আশার আলো।
সহযোগিতার মাধ্যম, দেশের শীর্ষ উলামায়ে কেরামের গঠিত চিকিৎসা ফান্ড
Account Name:
INAMUL HASAN FARUQI TREATMENT FUND
Account Number:
0861120126728
Routing Number:
015263429
Bank:
Al-Arafah Islami Bank Limited
Natun Bazar, Baridhara Branch, Dhaka-1212
SWIFT CODE: ALARBDDH086
📱 বিকাশ/নগদ (পার্সোনাল):
+8801880-476060
📱 বিকাশ/রকেট:
+8801806575688
📱 নগদ:
+8801611-283404
ব্যক্তিগত হিসাব:
📱 বিকাশ/নগদ/রকেট: +8801721238588
WhatsApp / IMO:
📱 +8613119580347 (Alipay / WeChat)
🏦 ব্যাংক হিসাব:
Inamul Hasan Faruqi
Islami Bank Bangladesh PLC
A/C: 20507190200085807
Routing: 125751571
Dotterhat Sub Branch, Maijdee Court, Noakhali




























