
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বৃদ্ধি করে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী:
২২ ক্যারেট: প্রতি ভরি ২,১২,১৪৫ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২,০২,৪৯৯ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৭৩,৫৭২ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৪৪,৪২৪ টাকা
এছাড়া, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে ২৯ নভেম্বরও স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,১০,৫৭০ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি বছরে দেশজুড়ে স্বর্ণের দাম মোট ৮২ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৫৬ বার দাম বৃদ্ধি, ২৬ বার দাম কমানো হয়েছে।
রূপার দাম এই সমন্বয়ের বাইরে অপরিবর্তিত রয়েছে। বর্তমান বাজারে:
২২ ক্যারেট রুপা: ৪,২৪৬ টাকা
২১ ক্যারেট রুপা: ৪,০৪৭ টাকা
১৮ ক্যারেট রুপা: ৩,৪৭৬ টাকা
সনাতন পদ্ধতি রুপা: ২,৬০১ টাকা



























