২৪শে জানুয়ারি, ২০২৫, ২৩শে রজব, ১৪৪৬

নতুন করে আবারও বাড়ানো হলো পবিত্র হজ্বের নিবন্ধনের সময়” কমানো হয়েছে হজ্বের প্যাকেজ মূল্য!

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে আবারও বাড়ানো হয়েছে পবিত্র হজ্বের নিবন্ধনের সময়। শুক্রবার বাংলাদেশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের এক বিজ্ঞাপ্তি থেকে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের সহকারী সচিব মোঃ তফিকুল ইসলাম বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময় বিশেষ বিবেচনায় শেষবারের মতো আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো। এই সময়ের মধ্যে ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন বা হজ্ব প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।

প্রাথমিক নিবন্ধন করা হলেও অবশিষ্ট টাকা ২৯ ফেব্রুয়ারির মধ্যে একই ব্যাংকে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। এছাড়া এ বছর হজ্বে যাওয়া হবে না এবং আগে জমা দেওয়া টাকা ফের দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। সরকারিভাবে সাধারণ প্যাকেজের ব্যয় গত বছরের তুলনায় কমানো হয়েছে ৯২ হাজার ৪৫০ টাকা।

এবার বাংলাদেশ থেকে হজের সুযোগ দেওয়া হয়েছে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনকে। তবে গত বৃহস্পতিবার রাত পর্যন্ত বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৭৫ হাজার ২৯৬ জন ও সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ১৬৫ জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ্ব হতে পারে। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ১৯৮ জন এবং ১ লাখ ১৭ হাজার জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পারবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত