
আওয়ার টাইমস নিউজ।
প্রবাস ডেস্ক:সংযুক্ত আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় ওই ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা প্রদানের সিদ্ধান্ত নেন আমিরাতের প্রেসিডেন্ট। ক্ষমাপ্রাপ্ত সবাইকে মুক্তি দিয়ে ইতোমধ্যে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়, এই সিদ্ধান্ত সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের করুণা, সহনশীলতা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। একই সঙ্গে এটি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান গভীর ও ভ্রাতৃসুলভ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে চলমান আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত কয়েকজন বাংলাদেশি প্রবাসী কর্মসূচি পালন করেন। ওই কর্মসূচিগুলো আমিরাতের আইন লঙ্ঘন করায় তাদের গ্রেপ্তার করে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দণ্ড দেওয়া হয়।
পরবর্তীতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের জুলাইয়ের ঘটনাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট হয়ে দণ্ডিত বাংলাদেশিদের ক্ষমা করার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায়। সেই আবেদনের ধারাবাহিকতায় সর্বশেষ ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করা হলো।
এর আগে বিভিন্ন সময়ে একই ঘটনায় দণ্ডিত আরও কয়েকজন বাংলাদেশিকে ক্ষমা করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। বিশ্লেষকদের মতে, এটি দেশটির মানবিক দৃষ্টিভঙ্গি এবং প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উদার নেতৃত্বেরই প্রতিফলন।
এদিকে এই খবরে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় প্রবাসীরা আনন্দ মিছিল ও দোয়ার আয়োজন করেন।






























