
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ক্রিকেট মাঠের তারকা হলেও, সাম্প্রতিক বছরগুলোতে রাজনীতিতেও তার নাম আলোচনায় উঠে এসেছে। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
তবে একই বছরের মাঝামাঝি সময়ে দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর সাকিবের রাজনীতি ও ক্রিকেট ক্যারিয়ার, দুই দিকেই অনিশ্চয়তা তৈরি হয়। সে সময় তিনি দেশের বাইরে অবস্থান করলেও, তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়।
এরপর অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিবর্তন আসে। এসব ঘটনার কারণে এখন পর্যন্ত সাকিব দেশে ফিরতে পারেননি।
তবুও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ইনশাআল্লাহ, আমি আমার জন্মস্থান মাগুরা থেকেই নির্বাচনে অংশ নিতে চাই। সাধারণ মানুষের সেবা করার জন্যই রাজনীতিতে এসেছি, তাদের জন্যই কাজ করতে চাই।
বর্তমানে তিনি জাতীয় দলের বাইরে থাকলেও ব্যস্ত সময় কাটাচ্ছেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। তবে ক্রিকেট মাঠে না থাকলেও রাজনৈতিক মঞ্চে নিজের অবস্থান নিয়ে সাকিব এখনো দৃঢ়প্রতিজ্ঞ।




























