২৩শে জুন, ২০২৫, ২৬শে জিলহজ, ১৪৪৬
সর্বশেষ
জাতীয়
আন্তর্জাতিক ডেস্ক
News
মার্কিন হা’ম’লার ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালি বন্ধের চুড়ান্ত অনুমোদন
দেশে হঠাৎ মরণব্যাধি করোনার ভয়াবহ তাণ্ডবে ২৪ ঘন্টায় পাঁচ জনের মৃত্যু!
ডান পাশে মাথা ব্যথা? হৃদরোগ নাকি মাইগ্রেন—যেভাবে চিনবেন পার্থক্য
নেতানিয়াহু থাকবে না, কিন্তু ইরান থাকবে: রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ
ইরান ভূখণ্ডে হা’ম’লায় মার্কিন যুক্তরাষ্ট্রকে চিরস্থায়ী ভ’য়ং’কর পরিণতির হুঁশিয়ারি দিল ইরান!
মহাযুদ্ধ কেবল শুরু! মিস্টার ট্রাম্প, মুসলিমরা মৃত্যুকে ভয় পায় না!
যে পাঁচটি প্রাণী ঘরে থাকলে আসে অভাব, অশান্তি ও মৃত্যু! রাসূল (সা.)-এর ভয়াবহ হুঁশিয়ারি
ট্রাম্প-ইসরায়েল একজোট হয়ে ইরানে ভয়াবহ হামলা! চূড়ান্তভাবে শুরু হলো তৃতীয় বিশ্বযুদ্ধ!
সাবেক হাসিনা সরকারের আমলের তিন পুতুল ইসির বিরুদ্ধে মামলা করবে বিএনপি!
লংকানদের বিপক্ষে নাজমুলের অবিশ্বাস্য জোড়া সেঞ্চুরিতে ড্র দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করলো বাংলাদেশ
আ.লীগকে আমি নিষিদ্ধ করিনি, বিবিসি সাক্ষাৎকারে যে বিষয়টি স্পষ্ট করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ব্যাংক ঋণ নেওয়ার আগে এই লেখাটি একবার পড়ুন, না হলে পস্তাতে হতে পারে পুরো জীবন!

অবিশ্বাস্য ঔষধি গুনে ভরপুর কাকরোলকে স্বর্গীয় ফল বলা হয় কেন?

আওয়ার টাইমস নিউজ।

কাকরোল তরকারি গ্রাম গঞ্জের বিভিন্ন ঝোপের মধ্যে খুব সহজেই উৎপাদন হয়, এই সবজি গাছটির জন্য আলাদা খুব একটা পরিচর্যার প্রয়োজন হয় না। এটির ঔষধি গুণ এতটাই বেশি যে, চিকিৎসা বিজ্ঞানীরা এটির নাম দিয়েছে স্বর্গীয় ফল!

এ গাছটি গ্রামগঞ্জের বিভিন্ন ঝোপের মধ্যে খুব সহজে উৎপাদন হলেও এ কাকরোল তরকারি মানুষের শরীরের জন্য সীমাহীন উপকারী।, এটি ভাজি বা সিদ্ধ করে ভর্তা হিসেবে খাওয়া যায়। এতে প্রচুর ভিটামিন, মিনারেল, ফাইবার, কার্বোহাইড্রেট, অ্যান্টিঅক্সিডেন্ট, লুটেইন, জেনান্থিন প্রভৃতি থাকে, যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা জানিয়েছেন, কাঁকরোলে টমেটোর চেয়ে ৭০ গুণ বেশি লাইকোপিন থাকে, গাজরের চেয়ে ২০ গুণ বেশি বিটা ক্যারোটিন থাকে, কমলার চেয়ে ৪০ গুণ বেশি ভিটামিন সি থাকে এবং ভুট্টার চেয়ে ৪০ গুণ বেশি জিয়াজেন্থিন থাকে। তাই স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিনের খাবারের তালিকায় কাঁকরোল রাখা ভালো। এবার জেনে নিন কাঁকরোলের আরও নানা উপকারিতা-

১) মরণব্যাধি ক্যান্সার প্রতিরোধ করে।

চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, কাঁকরোলের পুষ্টি উপাদান ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং ক্যান্সার কোষের সংখ্যা বৃদ্ধিকে ধীর গতির করতে পারে। এতে নির্দিষ্ট একটি প্রোটিন থাকে, যা মরণব্যাধি ক্যান্সার কোষের বৃদ্ধিকে প্রতিহত করতে সক্ষম। এজন্যই এ কাঁকরোল সবজিটিকে ‘স্বর্গীয় ফল’ আখ্যা দেওয়া হয়েছে।

২) এনেমিয়া প্রতিরোধ করে

কাঁকরোলে প্রচুর আয়রন থাকার পাশাপাশি ভিটামিন সি ও ফলিক এসিড ও থাকে। এ কারণে নিয়মিত এটি খেলে এনেমিয়ার প্রতিহত করা সম্ভব হয়।

৩) কোলেস্টেরলের মাত্রা কমাতে কার্যকরী সবজি কাঁকরোল।

যাদের কোলেস্টেরলের মাত্রা বেশি বা যাদের উচ্চমাত্রার কোলেস্টেরলের রয়েছে তাদের নিশ্চিন্তে এ কাঁকরোল সবজিটি খেতে পারেন। এটি উচ্চমাত্রার কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।

৪) মেদ ভুঁড়ি কমাতে সাহায্য করে।

কমলার চেয়ে শতকরা ৪০ ভাগ বেশি ভিটামিন সি রয়েছে কাঁকরোলে। ভিটামিন সি শরীরের অতিরিক্ত মেদ পুড়িয়ে ফেলতে সাহায্য করে। আর রক্তে ভিটামিন সি’র পরিমাণ কম থাকলে ফ্যাট বার্নিং কম হয়।ফলে ওজন কমে না।যাদের রক্তে প্রয়োজনীয় পরিমাণে ভিটামিন সি আছে,তাদের ফ্যাট বার্নিং হয় শতকরা ২৫ ভাগ।ফলে তাদের মোটা হওয়ার সম্ভাবনা কমে যায়।

৫) কার্ডিওভাস্কুলার ডিজিজ প্রতিরোধ করে

যেহেতু কাঁকরোলে উচ্চমাত্রার এন্টিঅক্সিডেন্ট থাকে তাই এটি কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধে সাহায্য করে। সক্রিয় জীবনযাপনের পাশাপাশি কাঁকরোল খাওয়া হৃদস্বাস্থ্যের জন্যও উপকারী।

৬) দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়

কাঁকরোলে চোখের স্বাস্থ্যের জন্য উপকারী ভিটামিন, বিটাক্যারোটিন ও অন্যান্য উপাদান থাকে, যা দৃষ্টিশক্তির উন্নতিতে সাহায্য করার পাশাপাশি চোখের ছানি প্রতিরোধেও সাহায্য করে।

৭) বিষণ্ণতা প্রতিহত করে

কাঁকরোলে সেলেনিয়াম, মিনারেল এবং ভিটামিন থাকে, যা নার্ভাস সিস্টেমের উপর গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। তাই বিষণ্ণতার বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে কাঁকরোল।

৮) তারুণ্য ধরে রাখে

কোষের কার্যক্রমকে উদ্দীপিত করার মাধ্যমে এবং স্ট্রেস কমানোর মাধ্যমে বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর গতির করতে সাহায্য করে কাঁকরোল। কোলাজেনের গঠনকে পুনর্নির্মাণের মাধ্যমে বয়সের ছাপ প্রতিরোধেও ভূমিকা রাখে এটি।

৯) হার্ট এটাকের সম্ভাবনাকে অনেকটাই কমিয়ে দেয়।

গবেষণায় পাওয়া গিয়েছে যাদের শরীরে লাইকোপিনেরে মাত্রা বেশি, তাদের চেয়ে যাদের শরীরে এর মাত্রা কম তাদের শতকরা ৫০ ভাগ বেশি হার্ট এটাকের সম্ভাবনা রয়েছে। তাহলে কাঁকরোল আপনার হার্টেরও উপকার করবে নিশ্চয়ই। যারা হার্টের রোগে ভুগছেন তারা নিয়মিত কাকরোল খান, ইনশা-আল্লাহ্ সুস্থ হয়ে উঠবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত