আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: গাজিপুর জেলার কালীগঞ্জ এলাকায় মাকে মারার অপরাধে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছে এক বাবা।
আজ বুধবার (৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মাহাতাব উদ্দিন।
ওসি মাহাতাব উদ্দিন জানিয়েছেন, হত্যাকারী বাবা আব্দুর রশীদ বাগমার (৭৫) তার মাদকাসক্ত ছেলে কাউসার বাগমারকে (২৪) হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
ওই ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় ঘাতক বাবাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।