আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া! শনিবার (২৭ এপ্রিল) দেশটির স্থানীয় সময় রাত ৯টা ৫৯ মিনিটের দিকে ভয়াবহ এ কম্পন অনুভূত হয়। যুক্তরাজ্যের ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স তাদের এক সংবাদ প্রতিবেদনে এমন তথ্য নিশ্চিত করে।
ওই প্রতিবেদনে বলা হয়ছে, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের উপকূলে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়েছে ৬ দশমিক ৫। জাতীয় ভূমিকম্পতত্ত্ব কেন্দ্র বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) এমনটা জানিয়েছে।
এ ভূমি কম্পনে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।