
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে বিক্ষোভকারীদের উদ্দেশে কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রকাশিত ওই বার্তায় ট্রাম্প বলেন, ইরানের জনগণ যেন তাদের অধিকার আদায়ে দৃঢ় থাকে এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করে। তিনি আন্দোলন দমনে জড়িত ব্যক্তিদের পরিচয় সংরক্ষণের কথাও উল্লেখ করেন এবং ভবিষ্যতে তাদের জবাবদিহির মুখোমুখি হতে হবে বলে ইঙ্গিত দেন।
ট্রাম্প আরও জানান, বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো ধরনের বৈঠকে বসবে না। তিনি ‘মিগা’ শব্দ ব্যবহার করে ইরানের জন্য ‘মেক ইরান গ্রেট এগেইন’ স্লোগানও তুলে ধরেন।
এর একদিন আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইরানের সঙ্গে বাণিজ্যে যুক্ত দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। যদিও একই সময়ে হোয়াইট হাউস থেকে কূটনৈতিক সমাধানের আগ্রহের কথা জানানো হয়েছিল, সর্বশেষ এই বক্তব্যে সেই উদ্যোগ অনিশ্চিত হয়ে উঠেছে।
অন্যদিকে, ইরানের কর্তৃপক্ষ বরাবরের মতোই অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটির অভ্যন্তরীণ আন্দোলনে ইন্ধন জোগাচ্ছে। তেহরানের ভাষ্য অনুযায়ী, চলমান আন্দোলনকে তারা বিদেশি প্ররোচনায় সৃষ্ট অস্থিরতা হিসেবেই দেখছে।
সূত্র: আনাদোলু এজেন্সি




























